Skip to content

porichoy (পরিচয়)

March 10, 2013

কন্ঠঃ তুহিন

কথাঃ তুহিন
সুরঃ তুহিন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা

দেহের ভিতর রাখলাম যারে
সে আমার থাকল নারে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়?

কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া(২)
সাদা কালোয় মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাচায় থাকে
এমনি কি আর হয়……

লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা……
মনের দুয়ার বন্ধ হলে,
সময় যে সব যাবে চলে,
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়……
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়………
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়………

Leave a Comment

Leave a comment