Skip to content

…… খালিদ …………। ” কোন কারনে “

………………………………………।
কোন কারনে কোন কারনে
ফেরানো গেলোনা তাকে
ফেরানো গেলোনা কিছুতেই….
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই……..
কি কারন যায় নি সে বলে
কি ভুল আমি করেছি ভুলে
অজস্রবার
আমি ক্ষমা চেয়েছি নিজে জ্বলে…….
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই…….
নিঃসীম আঁধারে পথ চলা
নিজের সাথেই কথা বলা
বিষন্নতা বন্ধু যখন চেতনাতে….
সে যে হৃদয় পথের রোদে
একরাশ মেঘ ছড়িয়ে
হারিয়ে গেল নিমিষেই……

porichoy (পরিচয়)

কন্ঠঃ তুহিন

কথাঃ তুহিন
সুরঃ তুহিন
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা

দেহের ভিতর রাখলাম যারে
সে আমার থাকল নারে
খাঁচার পাখি কখন কি আর
মনের পাখি হয়?
তোমার আমার এই পরিচয়
সত্যি কি আর হয়?

কথায় কথায় মনের ছায়া
সবুজ আলোয় দিচ্ছে মায়া(২)
সাদা কালোয় মনের পাখি
মনের কথা কয়
বনের পাখি খাচায় থাকে
এমনি কি আর হয়……

লালন বলে খাঁচার কি দোষ
দুয়ার থাকলে খোলা……
মনের দুয়ার বন্ধ হলে,
সময় যে সব যাবে চলে,
লোহার খাঁচার ছোট্ট ঘরে
কোন পাখি কি রয়……
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়………
আট কুঠুরি নয় দরজা
সে তো খোলার নয়
তোমার আমার এই পরিচয়
সত্যি হবার নয়………

Alo Ar Adhar(আলো আর আঁধার)

শিরোনামঃ আলো আর আঁধার

কন্ঠঃ সুমন
কথাঃ সুমন
টিউনঃ সুমন
অ্যালবামঃ অসমাপ্ত ২
ব্যান্ডঃ অর্থহীন

বলবো আজ তোমায় কিছু কথা
সেতো নয় কোনো গল্প
একটি ছেলের জীবন গাঁথা
সবই যে সত্য
ছিলো না তার কোনো স্বপ্ন
ছিলো না বুকে ভালোবাসা
হাটতো নিজের মনে একাকী
ছিলো না কেউ হাটটা ধরার
তারপর হঠাৎ জোছনায় ঘেরা
কোনো এক সাগর পাড়ে
দেখা পেল সে ভালোবাসার
নিঃসঙ্গ একটি মেয়ের
আলোয় আলোকিত……হয়ে গেলো তার চারিপাশ
নতুন স্বপ্ন…… নিয়ে শুরু হল পথচলা তার
তারপর কেটে যায় দিনগুলো
তাদের নতুন জীবন
ছিলো না মনে তার কোনো কষ্ট
নিয়ে রঙ্গিন স্বপ্ন
কিন্তু হঠাৎ আঁধার এলো
ছেলেটার রঙ্গিন জীবনে
চলে গেলো মেয়েটা তাঁকে ফেলে
একাকী রেখে আঁধারে
আঁধার, শুধুই আঁধার……হয়ে গেলো তার
চারিপাশ
স্বপ্ন বেঁচে থাকার……ভেঙ্গে হয় সব একাকার
তারপর একদিন অশ্রুভেজা চোখে
ফিরে যায় সে সেই সাগরে
পাশে নেই ফেরারী চোখের সেই মেয়ে
পাগলা হাওয়ার জোছনাতে
হঠাৎ সাগর বলে ওঠে
মুছে ফেলো চোখের জল
তুমিতো থাকবে না আর একাকী
আসবে ফিরে সুখ আবার
আলোয় আলোকে হবে তোমার চারিপাশ
তাকিয়ে দেখো……দেখো ঐ আকাশ
দেখ অই বাতাশ

অবাক ভালোবাসা(Obak valobasha)

ব্যান্ডঃ ওয়ারফেজ
অ্যালবামঃ অবাক ভালোবাসা/ পথচলা

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে

সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে

শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়

সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে

সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে

শুভ্র বালুর সৈকতে
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির
উন্মাদ ঝংকারে কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে
আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়
অবাক ভালোবাসায়

 

ডাউনলোড লিঙ্কঃ http://www.music.com.bd/download/Music/W/Warfaze/Obaak%20Bhalobasha/Warfaze%20-%20Obak%20Bhalobasha%20%28music.com.bd%29.mp3.html

শ্রাবণের মেঘগুলি

♫♪শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে
শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে

আজ কেন মন উদাসি হয়ে
দূর অজানায় চায় হারাতে
আজ কেন মন উদাসি হয়ে
দূর অজানায় চায় হারাতে

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে

কবিতার বই সব খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাপা মাধবী
বাগানবিলাসি হেনা দুলেছে
কবিতার বই সব খুলেছি
হিমেল হাওয়ায় মন ভিজেছে
জানালার পাশে চাপা মাধবী
বাগানবিলাসি হেনা দুলেছে

আজ কেন মন উদাসি হয়ে
দূর অজানায় চায় হারাতে

মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলি
পথিকের পায়ে হাঁটা থেমেছে
মেঘেদের যুদ্ধ শুনেছি
সিক্ত আকাশ কেঁদে চলেছে
থেমেছে হাঁসের জলকেলি
পথিকের পায়ে হাঁটা থেমেছে

আজ কেন মন উদাসি হয়ে
দূর অজানায় চায় হারাতে
আজ কেন মন উদাসি হয়ে
দূর অজানায় চায় হারাতে

শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে
শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে
অঝোরে নামবে বুঝি শ্রাবণে ঝড়ায়ে♫♪

Hum Jee Lenge

Ho… Ho ho ho aa aa….
Yeh mere dil ka jaana
Ek aakhri faisla hai
Ab saath hoga na tera
Yeh dard ki intehaan hai
Tha pyar tera toh jhootha
Sacha magar yeh Khuda hai
Tanhaiyon me roya hoon
Tab jaake mujhko mila hai
Duniya ke rishton me toh
Yeh hota hi raha hai
Laila aur Majnu bhi toh
Ek doosre se jooda hain

Tanhaai ka ashq mitayen yahaan
Barbaddiyan bhi sabko jaane mili hai kahan
Tere bina hum jee lenge
Phir kyun rahe koi gile
Tere bina hum seh lenge
Woh zakhm jo tujh se mile.. aa ha haan!

Hai rut nayi, mausam naya
Iss daur me kaisi wafaa
Bhar jayegi teri kami
Mil jayega ab kuch naya
Haan khush hain ab hum toh
Tujhse kahaan hum khafa hai
Tune chuna hai woh rasta tere liye jo bana hai
Ehsaan tera main maanu
Tanha mujhe jo kiya hai
Jo pyar tera hai khoya
Lagta hai khud se mila main
Kisko mila sang umr bhar ka yahaan
Woh hi rulaye dil chahe jisko sada

Tere bina hum jee lenge
Phir kyun rahe koi gile
Tere bina hum seh lenge
Woh zakhm jo tujh se mile (x2)

খাঁচার ভিতর অচিন পাখি

লালনগীতি

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।

আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ছেরে পাখিয়ামার কোন বনে লুকায়।

মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
এক দিন খাঁচা যাবে খসে
ফকির লালন কেঁদে কয়।

স্বপ্নদেব(Shopnodev)

কন্ঠঃ শুদ্ধ ফুয়াদ সাদি
ব্যান্ডঃ ভাইব
অ্যালবামঃ চেনা জগৎ

অজানা অদেখা আলোর ভুবন
ছায়া পথ নীহারিকার নিপুণ বুনন
এসবই দেখি অজানা আলোতে
স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে
অজানা অদেখা আলোর ভুবন
ছায়া পথ নীহারিকার নিপুণ বুনন
এসবই দেখি অজানা আলোতে
স্বপ্নের দেয়ালে বাঁধা ফেলে

প্রশ্ন জাগে আমার অদৃশ্য দেয়ালে
জানা অজানার গুণিন দেখে পরিশেষে
স্মৃতির প্রতিচ্ছবি তুমি সকল
অচেনার রুপকার আলেয়া অলংকারের
অদেখা স্বর্নকার স্বপ্নদেব
শোনো এই হাহাকার

স্মৃতির অভিধানে যত সমাহার
সময়ে মহাকাশে শত তারা
খুঁজে দাও মনের অমিয় সুধা
স্বপ্ন দেশে তোমাকে পাওয়া

প্রশ্ন জাগে আমার অদৃশ্য দেয়ালে
জানা অজানার গুণিন দেখে পরিশেষে
স্মৃতির প্রতিচ্ছবি তুমি সকল
অচেনার রুপকার আলেয়া অলংকারের
অদেখা স্বর্নকার স্বপ্নদেব
শোনো এই হাহাকার

Tomake Lyrics

Warfaze

Shudhu Shudhui Bhabna..Jete chaile jao chole jao
Tobu kano e kanna….? Jani bhalo thakte …
Shudhu Bolona Bhulte … Chaina Bachar Upodesh
Din Emoni Katbe .. kheyaler Faade||

Tomake Mone Porbe .. Jokhoni Jochna Hashe
Tomake Mone Porbe Jokhoni Akash Bhenge ..
BORSHA KADE….||

Jei Moher Bonnae… Bheshe jawae dhonno hole
Tate parini Bhashte ..Ostitto Bhule .. BhulE
Tai Bolo na cholte .. Sthobirotai Shongi Hole
Mon Porai thakle ..Hotashar Faade ||

Tomake Mone Porbe .. Jokhoni Jochna Hashe
Tomake Mone Porbe Jokhoni Akash Bhenge ..
BORSHA KADE….

J Jae Jawar POthe Deyal Hobar Kono shopno nai
Jotoi kadao amay ..
Choli eka Pothey…….!

Tomake Mone Porbe .. Jokhoni Jochna Hashe
Tomake Mone Porbe Jokhoni Akash Bhenge ..
BORSHA KADE…. ||

Tomake Mone Porbe .. Jokhoni Jochna Hashe
Tomake Mone Porbe Jokhoni Borhsa Kade…
Tomake Mone Porbe .. Jokhoni Jochna Hashe
Tomake Mone Porbe Jokhoni Akash Bhenge ..
BORSHA KADE…. ||

যখন পড়বে না মোর

রবীন্দ্রসঙ্গীত

 

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।

যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়,
কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা,
ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের,
শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।

তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে,
কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা,
ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি–
চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।

তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।
সকল খেলায় করবে খেলা এই আমি– আহা,
নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু-
ডোরে,
আসব যাব চিরদিনের সেই আমি।
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।