Skip to content

খাঁচার ভিতর অচিন পাখি

February 11, 2013

লালনগীতি

খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়
তারে ধরতে পারলে মন বেড়ি
দিতাম পাখির পায়ে।

আট কুঠুরী নয়
দরজা আটা মধ্যে মধ্যে
ঝরকা কাঁটা
তার উপরে সদর কোঠা
আয়না মহল তায়ে।

কপালের ফের নইলে কি আর
পাখিটির এমন ব্যবহার
খাঁচা ছেরে পাখিয়ামার কোন বনে লুকায়।

মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশের
এক দিন খাঁচা যাবে খসে
ফকির লালন কেঁদে কয়।

Leave a Comment

Leave a comment