Skip to content

Alo Ar Adhar(আলো আর আঁধার)

March 10, 2013

শিরোনামঃ আলো আর আঁধার

কন্ঠঃ সুমন
কথাঃ সুমন
টিউনঃ সুমন
অ্যালবামঃ অসমাপ্ত ২
ব্যান্ডঃ অর্থহীন

বলবো আজ তোমায় কিছু কথা
সেতো নয় কোনো গল্প
একটি ছেলের জীবন গাঁথা
সবই যে সত্য
ছিলো না তার কোনো স্বপ্ন
ছিলো না বুকে ভালোবাসা
হাটতো নিজের মনে একাকী
ছিলো না কেউ হাটটা ধরার
তারপর হঠাৎ জোছনায় ঘেরা
কোনো এক সাগর পাড়ে
দেখা পেল সে ভালোবাসার
নিঃসঙ্গ একটি মেয়ের
আলোয় আলোকিত……হয়ে গেলো তার চারিপাশ
নতুন স্বপ্ন…… নিয়ে শুরু হল পথচলা তার
তারপর কেটে যায় দিনগুলো
তাদের নতুন জীবন
ছিলো না মনে তার কোনো কষ্ট
নিয়ে রঙ্গিন স্বপ্ন
কিন্তু হঠাৎ আঁধার এলো
ছেলেটার রঙ্গিন জীবনে
চলে গেলো মেয়েটা তাঁকে ফেলে
একাকী রেখে আঁধারে
আঁধার, শুধুই আঁধার……হয়ে গেলো তার
চারিপাশ
স্বপ্ন বেঁচে থাকার……ভেঙ্গে হয় সব একাকার
তারপর একদিন অশ্রুভেজা চোখে
ফিরে যায় সে সেই সাগরে
পাশে নেই ফেরারী চোখের সেই মেয়ে
পাগলা হাওয়ার জোছনাতে
হঠাৎ সাগর বলে ওঠে
মুছে ফেলো চোখের জল
তুমিতো থাকবে না আর একাকী
আসবে ফিরে সুখ আবার
আলোয় আলোকে হবে তোমার চারিপাশ
তাকিয়ে দেখো……দেখো ঐ আকাশ
দেখ অই বাতাশ

From → Aurthohin

Leave a Comment

Leave a comment